1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে পরস্ত্রীর ঘরে গভীর রাতে ইউপি সদস্য, আটকে বিয়ে দিল স্থানীয়রা মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ বদলে গেলো ছয় সরকারি মেডিক্যাল কলেজের নাম আশুলিয়ায় লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ ওসি সায়েদ গ্রেপ্তার শেরপুরে ছাত্র আন্দোলনে মাহবুব হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় যেভাবে শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২য় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ শরণখোলায় খুলনা-বেনাপোল-যশোরগামী পরিবহন চালুর দাবিতে মানববন্ধন ১৪১৬ ইউপি চেয়ারম্যান পলাতক, বসছে প্রশাসক

আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত রুমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “মানুষ-মানুষের জন্যে, জীবন-জীবনের জন্যে, একটু সহানুভূতির জন্যে ক্যান্সারে আক্রান্ত ছেলে রুমান (২৩) কে আর্থিক সহায়তা দিয়ে বাঁচাতে আকুতি জানিয়েছেন তার বিধবা মা। রুমান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের গরুহাটির নদীর পাড়ের বাসিন্দা এবং মৃত আব্দুল বারিকের ছেলে।
৩ ভাই ২ বোনের মধ্যে রুমান সবার ছোট। সহায়- সম্বল ও ভিটেমাটি ছাড়া রুমানের দিনমজুর বাবা আব্দুল বারিক গত ৭-৮ বছর আগে মারা গেছেন। রুমানের বিধবা মাতা অন্যের বাড়িতে ঝিয়ের কাজের পাশাপাশি শ্রমিকেরও কাজ করেন। গত ৬-৭ মাস আগে রুমানের শারীরিক সমস্যা দেখা দিলে তার বিধবা মা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেন। এতে কয়েকদিন কোনমতে স্বাভাবিক থাকলেও পরে আরো শরীর খারাপ হলে পূণরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানেও কোন কাজ না হলে রুমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। একপর্যায়ে রুমানের প্রতিবেশীদের সহযোগীতায় রুমানকে নিয়ে তার বিধবা মা ময়মনসিংহে নিয়ে যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ) অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের নিকট চিকিৎসা নেন। তিনি যাবতীয় পরিক্ষা-নিরীক্ষা শেষে রুমানের শরীরের তিন স্থানে ক্যান্সারের নমুনা নিশ্চিত করেন এবং তাকে দ্রুত থেরাপি দিতে ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যয়বহুল এই থেরাপি দেয়ার টাকা না থাকায় রুমানের বিধবা মা রুমানকে নিয়ে বাড়ি ফিরে আসেন। থেরাপি না দিয়ে বাড়ি আসার পর যতই দিন যাচ্ছে রুমানের শারীরিক অবস্থা ততই খারাপ হচ্ছে। এমতাবস্থায় রুমানকে বাঁচাতে তার সহায়-সম্বল ও ভিটেমাটিহীন বিধবা মা সমাজের অর্থবান ও বিত্তবানদের প্রতি সহযোগীতার হাত প্রত্যাশা করেছেন।
এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ)অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, রুমানকে যত দ্রুত সম্ভব থেরাপি দিয়ে নিয়ন্ত্রনে রাখা দরকার। সময়মতো থেরাপি দিতে না পারলে তার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে।
এ অবস্থায় শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছে রুমান ও তার বিধবা মা। যদি কোন সুহৃদয়বান, অর্থবান ও বিত্তবান রুমানকে আর্থিক সহায়তা করতে চান তবে রুমানের পারসোনাল বিকাশ নম্বর (০১৯০৯-৯০৫৮৮৯) যোগাযোগ করতে রুমানের বিধবা মা সকলকে অনুরোধ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com